অস্ত্র মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে কুমিল্লার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ।মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে আমীর হোসেন (৪২) নামের এ আসামীকে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।সে ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
দেবপুর পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আজিজুল বারী নয়ন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশের একটি দল এএসআই জহিরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাজেবাহেরচর গ্রামে অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ২০১৭ সালের একটি অস্ত্র মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম protisomoy.com –এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ
Last Updated on January 13, 2021 12:26 am by প্রতি সময়