[প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করলেন এমপি বাহার]" />
উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটি করপোরেশনসহ ১৭ উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে গণটিকা কার্যক্রমের উদ্বোধনী দিন শনিবার (৭ আগষ্ট) নারী-পুরুষের অভাবনীয় অংশগ্রহণ ঘটেছে। করোনার টিকা নেয়ার জন্য নগরীর বিভিন্ন ওয়ার্ডসহ উপজেলার ইউনিয়নগুলোতে ১৮ বছর বয়সী থেকে মানুষের ভিড় ছিল লক্ষ্যনীয়।
সকল অপপ্রচার উপেক্ষা করে টিকা উৎসবের প্রথমদিনেই ব্যাপক আগ্রহের সাথে টিকাকেন্দ্রে মানুষের উপস্থিতি জানান দিয়েছে, ভয় বা আতঙ্ক নয়, সচেতনতা, স্বাস্থ্যবিধি মানা ও সাহস দিয়েই মোকাবেলা করা হবে করোনার বিরুদ্ধে।
এদিকে শনিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।এরপর তিনি নগরীর ও ইউনিয়ন পর্যায়ে শুরু হওয়া এই টিকা কার্যক্রম পরিদর্শনে যান। মহানগর আওয়ামীলীগ অফিসের টিকাকেন্দ্র ও সদরে উপজেলার জগন্নাথপুর, আমড়াতলী ও কালির বাজার ইউনিয়নসহ কুমিল্লা নগরীর বেশ কয়েকটি কেন্দ্র পর্যবেক্ষণ করেন সংসদ সদস্য (এমপি) আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এসময় তিনি প্রতিটি কেন্দ্রে টিকাদান কার্যক্রমের সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করেন। টিকা নিতে আসা বিভিন্ন বয়সী লোকজনের সাথে কথা বলেন।
এমপি বাহারের সঙ্গে উপস্থিত ছিলেন সিটি মেয়র মনিরুল হক সাক্কু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, কালিবাজার ইউপি চেয়ারম্যান সেকান্দর আলী জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদি, সরকার মাহমুদ জাভেদ, মাসুদুর রহমান, কাউসারা বেগম সুমি প্রমুখ।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 7, 2021 11:24 pm by প্রতি সময়