কুমিল্লায় করোনায় একদিনে এক জনের প্রাণহানির মধ্য দিয়ে মৃত্যু সংখ্যা ৮৯৬ জনে দাঁড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় ১০৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এ সময়ে করোনা পজিটিভ হয়েছে ১৫৭ জনের।এর মধ্যে সিটি করপোরেশন এলাকারই ৫০ জন।
জেলায় মোট এ পর্যন্ত ৩৭ হাজার ৪৯৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।২৪ ঘন্টায় সিটি করপোরেশনের বাইরে ১৪টি উপজেলায় আক্রান্ত সংখ্যার মধ্যে রয়েছে আদর্শ সদরে ৪, সদর দক্ষিণে ৫, বুড়িচংয়ে ১, চৌদ্দগ্রামে ১১, দেবিদ্বারে ১, দাউদকান্দিতে ১, লাকসামে ১৮, লালমাইয়ে ২, বরুড়ায় ২৩, তিতাসে ৯, মেঘনায় ১০, নাঙ্গলকোটে ১২, দেবিদ্বারে ৩, ব্রাক্ষণপাড়া উপজেলায় ৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৭ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২৮ হাজার ৯৮৮ জন।
সোমবার (২৩ আগস্ট) কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে এসব তথ্য দেওয়া হয়েছে।
এদিকে করোনায় মারা যাওয়া এক জন হলেন দাউদকান্দি উপজেলার নারী বাসিন্দা।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 23, 2021 5:45 pm by প্রতি সময়