কুমিল্লায় করোনায় একদিনে আরও চার জনের প্রাণহানির মধ্য দিয়ে মৃত্যু সংখ্যা ৯শ জনে দাঁড়াল।গত ২৪ ঘণ্টায় ৯২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এ সময়ে করোনা পজিটিভ হয়েছে ১৫৫ জনের।এর মধ্যে সিটি করপোরেশন এলাকারই ৬০ জন।
জেলায় মোট এ পর্যন্ত ৩৭ হাজার ৬৫২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।২৪ ঘন্টায় সিটি করপোরেশনের বাইরে কুমিল্লার ১৫ উপজেলায় আক্রান্তদের মধ্যে রয়েছে আদর্শ সদরে ৩, সদর দক্ষিণে ৪, বুড়িচংয়ে ১, চৌদ্দগ্রামে ৫, দেবিদ্বারে ২, চান্দিনায় ২, দাউদকান্দিতে ২০, লালমাইয়ে ৮, বরুড়ায় ৫, লাকমামে ২, মেঘনায় ৪, হোমনায় ২৬, মুরাদনগরে ১০, মনোহরগঞ্জে ২, ব্রাক্ষণপাড়া উপজেলায় ১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৯ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২৯ হাজার ২৯৭ জন।
মঙ্গলবার (২৪ আগস্ট) কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে এসব তথ্য দেওয়া হয়েছে।
এদিকে করোনায় মারা যাওয়া চার জনের মধ্যে সিটি করপোরেশন এলাকা, সদর উপজেলা চৌদ্দগ্রাম, বুড়িচং একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে এক জন নারী ও তিন জন পুরুষ।
এদিকে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 24, 2021 5:17 pm by প্রতি সময়