কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ফসলি জমির বীজতলায় পাতানো কারেন্টজালে আটক আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১১টায় চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের একটি বীজতলা থেকে অজগরটি উদ্ধার করে খাচায় রাখেন স্থানীয়রা।
শুক্রবার (৩০ জুলাই) সকালে সাপটি কুমিল্লা বন বিভাগ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বহস্পতিবার রাত ১১টার দিকে ফসলি জমিতে মাছ শিকারে যান কয়েকজন যুবক। এক পর্যায়ে বশির আহমেদ বাছির নামের এক ব্যক্তির বীজ তলায় কারেন্টজালে একটি অজগর সাপ আটক অবস্থায় দেখতে পেয়ে সাপটিকে ওই যুবকরা একটি লোহার খাঁচায় বন্দি করেন।
খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক সাপটি উদ্ধার করে কুমিল্লা বন বিভাগ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, সম্ভবত সীমান্তের কোন বন থেকে খাবারের খোঁজে অজগরটি সমতল ভূমিতে এসেছে। পরীক্ষা-নিরীক্ষার পর শারীরিক অবস্থা ঠিক থাকলে অজগর সাপটিকে রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করা হবে। এটি লম্বায় প্রায় আট ফুট।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 30, 2021 11:19 pm by প্রতি সময়