কুমিল্লার চান্দিনা উপজেলার তীর চর এলাকায় চৌদ্দ বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের মামলায় এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২ আগষ্ট) ভোর রাতে কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ এর একটি টিম কুমিল্লা নগরীর পদুয়ারবাজার এলাকা থেকে মসজিদের ইমাম আবুল বাশারকে গ্রেফতার করে। এর আগে ধর্ষিতার পিতা ওই ইমামের বিরুদ্ধে চান্দিনা থানায় ধর্ষণের অভিযোগে এনে মামলা করেন।
র্যাব জানায়, কুমিল্লা চান্দিনা উপজেলার শব্দলপুর গ্রামের মুন্সীবাড়ির মৃত মোতালেব মুন্সীর পুত্র আবুল বাশার একই উপজেলার তীরচর এলাকায় নয়াবাড়ি মসজিদের ইমাম হিসেবে দায়িত্বপালন করার পাশাপাশি আরবি শিক্ষাদান করে আসছিলেন।
গত ২২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সময়ে ইমাম আবুল বাশার মাদরাসার এক কিশোরী শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণ করেন। এঅবস্থায় ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার ভাই আবু ইউসুফের কাছে তাকে রেখে ইমাম আবুল বাশার এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করে।
এঘটনায় ধর্ষিতার পিতা চান্দিনা থানায় মামলা করেন। পরে র্যাব-১১,সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হোটেল নুরজাহানের সামনে থেকে সোমবার ভোর রাতে আবুল বাশারকে গ্রেফতার করে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 2, 2021 8:46 pm by প্রতি সময়