মাদক বিরোধী অভিযানে সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া রেলক্রসিং এলাকা থেকে গাঁজাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন।
অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া ও ফাঁড়ির এএসআই শরিফুর রহমান।
আটকের বিষয়ে এএসআই শরিফ জানান, শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ৭ টায় গোপন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে তারা সদর উপজেলার বানাশুয়া রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মহেশপুর গ্রামের মোঃ রহমত আলী ( ৪০) ও বুড়িচং উপজেলার পয়াত গ্রামের মোঃ ইমন মিয়াকে (৩৬) সাত কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে কুল্লিা কেন্দিয় কারাগারে প্রেরণ করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 9, 2021 8:20 pm by প্রতি সময়