চাঁদার দাবীতে বাড়িঘরে ও লোকজনের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।কুমিল্লা আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানিবাস সংলগ্ন সাহেবনগর এলাকায় সাবেক জি আর্মি সদস্য হাজী আব্দুল বারেক ও তার পুত্র প্রবাসী মিজানুর রহমান এবং তার ভাইদের বাড়িতে স্থানীয় দুর্বৃত্তরা চাঁদার দাবীতে পর পর কয়েকবার হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ২৯ জানুয়ারী দুপুরে দুবৃত্তরা হামলা চালিয়ে বাড়ির সীমানা প্রাচীরসহ সিসি ক্যামেরা ভাংচুর করে।এসময় আহত হয়েছে গৃহকর্তা ও বিদেশ ফেরত দুই ছেলে।
ক্ষতিগ্রস্তরা জানায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর (উত্তর) ইউনিয়নের সাহেবনগর এলাকায় হাজী আবদুল বারেক পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। তার ৫ ছেলের মধ্যে ৪ জনই প্রবাসী। একজন যশোহর ক্যান্টনমেন্টে কর্মরত।এ অবস্থায় ফাঁকা বাড়ি পেয়ে সাহেবনগর সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকার একটি গ্রুপ দীর্ঘদিন ধরে ওই প্রবাসী পরিবারের কাছে নানা অজুহাতে চাঁদা দাবী করে আসছিল।চাঁদা দিতে অস্বীকার করায় প্রায় তিনবার ওই বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য বিদেশ ফেরত মিজানুর রহমান জানান,‘গত ২৯ জানুয়ারী জুমার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে এসে দেখি ঘর-দুয়ার ভাংচুর করছে দুর্বৃত্তরা।তারা বাড়ির সীমানা প্রাচীর,বাড়ির নিরাপত্তায় ব্যবহৃত সিসি ক্যামেরা ভাঙ্গচুর ও একটি গাছ কেটে ফেলে।এসময় ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে আসার খবর পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।পরে নাজিরাবাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থালে আসে। এসময় পুলিশ আমাদেরকে থানায় অভিযোগের পরামর্শ দেয়।
এদিকে পুলিশ আসার আগে দুর্বৃত্তদের হামলায় মিজানুর রহমান, জানে আলম, আব্দুল বারেক আহত হন।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
Last Updated on January 30, 2021 9:13 pm by প্রতি সময়