শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

কুমিল্লায় ডাকাতির কাজে অর্থ বিনিয়োগকারীসহ ৫ জন গ্রেফতার

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার-কুমিল্লা
  • আপডেট টাইম বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫০২ দেখা হয়েছে
# প্রেসব্রিফিংয়ে ডাকাতির ঘটনা এবং এ কাজে অর্থ বিনিয়োগের বিষয়টি তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদ।

ডাকাতির ঘটনায় কুমিল্লায় ৫জনকে আটক করেছে পুলিশ। যার মধ্যে একজন ডাকাতির কাজে অর্থ বিনিয়োগ করতেন।

বুধবার (১৪ জুলাই) বেলা ২ টায় প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম.তানভীর আহমেদ।

একইদিন বেলা ৩ টায় গ্রেফতার ডাকাতদেরকে আদালতে প্রেরণ করা হয়। পরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রোকেয়া আক্তার ডাকাতদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গত ৭ জুলাই রাতে কুমিল্লা দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রেজাউল করিমের বাসায় ডাকাতি হয়। এ সময় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও একাধিক মোবাইল ফোনসেট লুটে নেয়।
এ ঘটনায় পরদিন ডাঃ রেজাউল বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। পরে দেবিদ্বার, চান্দিনা থানা ও জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিম অভিযান শুরু করে।

ঘটনার ১২ দিন পর গত মঙ্গলবার গভীর রাতে ওই সংঘবদ্ধ ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতার ডাকাতরা হলো কুমিলা দেবিদ্বার উপজেলার নুরমানিকচর গ্রামের মোঃ ফয়েজ, একই উপজেলার এলাহাবাদ গ্রামের মোঃ রফিক, ইন্দ্রাবতী গ্রামের মোঃ সোহেল, ছোটনা গ্রামের মোঃ আনোয়ার হোসেন।

পরে গ্রেফতার ডাকাতদের তথ্য অনুসারে ডাকাতির পেছনে বিনিয়োগকারী রিপন চন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়। ডাকাতির কাজে অর্থ বিনিয়োগকারী রিপনের বাসায় তল্লাশী করে লুন্ঠিত প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেফতার রিপন চন্দ্র জানায়, তিনি ডাকাতির পেছনে অর্থ ব্যয় করেন। ডাকাতরা যখন ডাকাতি শেষ করে তখন তিনি লুন্ঠিত মালামাল ক্রয় করে থাকেন।

রিপন আরো জানান, রেজাউলের বাড়ীতে ডাকাতির ঘটনায় মালামালাগুলো তিনি ৫ লাখ টাকায় কিনে নেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on July 14, 2021 8:28 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102