শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

কুমিল্লায় ঢিলেঢালা লকডাউনের প্রথমদিনে মোবাইলকোর্টে ৪৩ হাজার টাকা অর্থদণ্ড আদায়

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১৭৫ দেখা হয়েছে
নগরীর কান্দিরপাড় এলাকার বেলা সাড়ে ১২টার দৃশ্য।

লকডাউনের প্রথমদিন সোমবার (৫এপ্রিল) কুমিল্লায় ঢিলেঢালাভাবে কেটেছে। সকাল থেকে কুমিল্লা নগরীর ৩টি বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লা রুটের কোন বাস ছেড়ে যায়নি। তবে নগরীর অভ্যন্তরে সিএনজি অটোরিকশা, ইজিবাইক এবং প্যাডেল ও ব্যাটারিচালিত রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। তবে এস পরিবহনে গাদাগাদি করে যাত্রী উঠানামা করতে দেখা গেছে।

নগরীর মার্কেট দোকানপাট ছিল বন্ধ। তবে রাস্তার পাশে ফুটপাতে এবং বাজারের দোকানগুলোতে বেচাকেনায় প্রচুর ভীড় দেখা গেছে। সকালের দিকে রাস্তাঘাটে মানুষজন তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় মানুষের চাপও বেড়ে যায়।

# নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডের সকালের ছবি।

এদিকে কুমিল্লা নগরীতে চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লকডাউন কার্যকর ও মাস্ক পরিধান নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ, জনি রায়, এস এস মুস্তাফিজুর রহমান ও সৈয়দা ফারহানা পৃথা নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের ৪টি অভিযানে ৩২টি মামলায় মোট ৪৩ হাজার ৭ শ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিরতণ করা হয়।

এদিকে লকডাউন কার্যকর করতে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে সাধারন মানুষকে নিরুৎসাহিত করছেন। তবে পুলিশ কঠোর আচরণ করেননি।

সোমবার খুব সকাল থেকেই কুমিল্লা জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ে দেখা গেছে লোকজনের দীর্ঘ সারি। এ কার্যালয়ে সেবা গ্রহণ করতে আসা ব্যক্তিদের কেউ কেউ দুই-তিনদিন ধরে কুমিল্লায় অবস্থান করছেন। সেবাগ্রহীতা বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ফিঙ্গার প্রিন্ট ও রেজিস্ট্রেশনের কাজ শেষ হলেও বাড়ি ফেরা নিয়ে তাদের দুশ্চিন্তা রয়েছে। নয়ছয় করে গ্রামে গেলেও বাড়তি ভাড়া গুনতে হবে তাদের। চারগুণ পর্যন্ত বাড়তি ভাড়া লেগে যেতে পারে তাদের। আছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের জেরার ভীতিও।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আফসার উদ্দিন যাবেন সৌদি আরব। ফিঙ্গার প্রিন্ট দিতে এসেছেন রবিবার সকালে। ওইদিন কাজ শেষ না করতে পেরে সোমবার ভোর রাত ৪টা থেকে অবস্থান করছেন কুমিল্লা জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ে। তিনি জানান,‘আজ কাজ শেষ করতে পারলে বাড়ি যাবার চেষ্টা করবো। কোনো বাধার সম্মুখীন হলে পুরো সপ্তাহ কুমিল্লায় থেকে যেতে হবে।’

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on April 5, 2021 10:40 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102