কুমিল্লার গোমতী নদী থেকে ভাসমান এক অজ্ঞাত ব্যক্তির লাশ এবং বরুড়া উপজেলার একটি খাল থেকে সুমন মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট দুই থানার পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ও দুপুরে লাশ দুইটি উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার ওসি আনোয়ারুল হক ও বরুড়া থানার এসআই মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় গোমতী নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে জেলেরা। পরে কোতয়ালী মডেল থানায় খবর দিলে পুলিশের একটি দল এসে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, ‘লাশটি উজান থেকে আসায় আমরা সন্দেহ করছি ভারত থেকে ভেসে এসেছে। এছাড়াও তিনি আরো বলেন লাশটি ৪/৫ দিন আগের। লাশের শরীরে পৈতা লাগানো ছিল বলে হিন্দু সম্প্রদায় ব্যক্তির মনে হচ্ছে। তবে লাশটি অর্ধগলিত। পরনে গেঞ্জি, লুঙ্গি রয়েছে। তদন্তের আগে কিছু বলা যাবেনা।’
এদিকে একইদিন সকাল ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাঁও গ্রামের একটি খালের কচুরীপানার ভেতর একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে এসআই মেহেদী হাসান পুলিশের একটি দল নিয়ে এসে লাশ উদ্ধার করে।
লাশটি মুগগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়ার বলে সনাক্ত করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং ভিডিও খবর দেখতে protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 8, 2020 2:54 pm by প্রতি সময়