মৌসুমী রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় কুমিল্লায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুরে কুমিল্লা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ৬টি ইউনিয়নের ২৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়।
সার ও বীজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান হোসনেআরা বেগম বকুল। স্বাগত বকতব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আওলিয়া খাতুন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 30, 2021 9:59 pm by প্রতি সময়