
কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়। শনিবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ৬টায় কুমিল্লা নগরীর রামঘাট এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন দলীয নেতৃবন্দ।
পরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন স্বপন বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রেক্ষাপটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনন্য অবদান রেখেছেন। তিনি দুঃসময়ে প্রেরণা জুগিয়েছেন ও পরামর্শ দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুকে। সবসময় বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন, পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের আশ্রয়স্থল ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সংরক্ষিত মহিলা এমপি ও কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল। সঞ্চালনায় ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কোহিনূর বেগম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাহানারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে আরা মায়া, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য লাভলী আক্তার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার বিউটি, বন ও পরিবেশ বিষযক সম্পাদক মীর হাজেরা হিরা, মহিলা আওয়ামী লীগ নেত্রী খন্দকার ফরিদা ইয়াছমিন, যুব মহিলা নেত্রী বিল কিস আক্তার ও আওয়ামী লীগ নেতা আবদুর রউফ বাবু প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Last Updated on August 8, 2020 12:52 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...