[ নগরীর টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়]" />
কুমিল্লায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।সেই সঙ্গে কুমিল্লার সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধের টিকা নিতে আগ্রহ বেড়েছে। গত কয়েকদিন ধরে নগরীর টিকা কেন্দ্রগুলিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। ভিড় সামলাতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের বেগ পেতে হচ্ছে।
ঈদের ছুটির পর গত শনিবার (২৪ জুন ) থেকে আবার টিকা প্রদান শুরু হয়। প্রতিদিনই সকাল থেকে মানুষের ভিড় দেখা গেছে। মহিলা ও পুরুষ দুই কেন্দ্রেই ভিড়। রেজিস্ট্রেশন করার পরপরই টিকা কেন্দ্রে আসছেন টিকা নিতে। অনেকে আবার টিকার মেসেজ আসে নাই তারা চলে আসলেও ফেরত যাচ্ছেন। নতুন রেজিষ্টেশনকারীদের সাথে পুরাতন রেজিষ্ট্রেশন করলেও টিকা গ্রহণ করেননি এমন গ্রহিতার সংখ্যাও উল্লেখযোগ্য।
মঙ্গলবার কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙে শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৮৫৩ এ। আক্রান্তের হার ৪১ দশমিক ৩ শতাংশ। একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ৮ জনের। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮০জনে।
সম্প্রতি কুমিল্লায় বেড়ে গেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাই টিকা নিতে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। নগরীতে মর্ডাণা এবং জেলার সকল উপজেলায় সিনোফার্মার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
কুমিল্লা সির্ভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান,কুমিল্লায় সিনোফার্মার ৭৮হাজার ও মডার্নার ১৩ হাজার টিকাসহ মোট ৯১ হাজারের বেশি টিকা এসেছে। মডার্নার টিকা সিটি করপোরেশন এলাকায় দেয়া হচ্ছে। যারা নিবন্ধনেরর মেসেজ পেয়েছেন তারাই টিকা গ্রহণ করতে পারছেন। মঙ্গলবার রাতে আরও টিকা আসার কথা রয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 27, 2021 8:34 pm by প্রতি সময়