মৌসুমী রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ কৃষককে বিনামূল্যে নাবী জাতের বীজ প্রদান করা হয়েছে। রবিবার (১৮ জুলাই) দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে এ বীজ প্রদান করা হয়।
বীজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, সংরক্ষিত মহিলা আসনের ভাইস-চেয়ারম্যান হোসনে আরা বকুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আওলিয়া খাতুন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহফুজা আহমেদ সহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ৬ ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ বিতরন করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 18, 2021 10:43 pm by প্রতি সময়