দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কুমিল্লা জেলার সাবেক প্রতিনিধি ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সহিদ উল্লাহ মিয়াজীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জুলাই) ভোরে ওই ইউনিয়নের আশারকোটা গ্রামেরনিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রেনেসাঁ পত্রিকার সম্পাদক।এছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিবের দায়িত্বে রয়েছেন।সহিদ উল্লাহ মিয়াজী জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত।
নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, সহিদ উল্লাহ মিয়াজীর বিরুদ্ধে ২০১৭ সালের বিস্ফোরক আইনে একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় ভোর ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 23, 2021 9:18 pm by প্রতি সময়