পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার জুয়েল হোসেন নামে এক ডেইরি ফার্মের মালিকের উপর হামলা চালিয়ে সাত লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। এসময় হামলাকারিরা জুয়েল হোসেনের প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত করে।
শনিবার (১০ জুলাই) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজের দক্ষিনপাড়ে এই হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন ব্যবসায়ী মো. জুয়েল হোসেন।
তিনি জানান, শনিবার ভোরে গরু বিক্রির টাকা নিয়ে বাড়ী ফেরার পথে সীমান্তবর্তী বড়জালা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শাহিন মিয়া, তার ভাই মোঃ জহির ও একই এলাকার হান্নানসহ ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার উপর হামলা চালায়। এ সময় তার প্রাইভেটকারটি ভাংচুর করে এবং গরু বিক্রির ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলায় তার হাত ও পায়ে জখম হয়। হামলাকারিদের সাথে তার পূর্ব শত্রুতা রয়েছে।
এঘটনায় ব্যবসায়ী জুয়েল হোসেন শনিবার বিকেলে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করছেন কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক ছাত্রখীল ফাড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া।
দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 10, 2021 10:13 pm by প্রতি সময়