ঢাকাকে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন করার অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বন্ধ রয়েছে ঢাকাগামী দুরপাল্লার যাত্রীবাহি যানবাহন চলাচল। মঙ্গলবার সকাল থেকে জেলার মিয়ার বাজার, কাঠেরপুল, দাউদকান্দিসহ বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকা মুখি যাত্রীবাহি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে হাইওয়ে পুলিশ।
করোনা ভাইরাসের প্রকোপ বিস্তার রোধে সরকার নতুন করে কড়াকড়ি আরোপ করায় জরুরী প্রয়োজন কিংবা কর্মজীবি মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে বের হয়েছেন যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পরতে হয়েছে তাদের। স্বল্প দূরত্বেও কিছু যানবাহন চললেও সেগুলোর ভাড়া ছিল অতিরিক্ত।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক রোগী বহনকারী কিংবা জরুরী কাজে নিয়োজিত ব্যতিত দুরপাল্লার সকল ধরনের পরিবহন ঘুরিয়ে দেয়া হচ্ছে। আইন অমান্যকারীদের জরীমানাও করা হচ্ছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 22, 2021 7:43 pm by প্রতি সময়