কুমিল্লার নাঙ্গলকোটে সাইফুল ইসলাম (২৬) নামে মাদকাসক্ত এক যুবক তার মা নুরজাহান বেগগমকে (৬০) কুপিয়ে এবং ও ভাবি নুরুন্নাহারকে (৪৫) গলা কেটে হত্যা করেছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। ঘাতককে আটক করা হয়েছে। সে ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন জানান, ৬ মাস আগে সাইফুল ইসলামের ছোট বোন জেসমিন আক্তার প্রেম করে একই গ্রামের শাহজাহানকে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ ছিলেন সাইফুল। পরিবারের সদস্যরা একপর্যায়ে মেনে নিলেও ভাই সাইফুল ইসলাম বিষয়টি মেনে নিতে পারেন নি। এ নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। সোমবার জেসমিন স্বামীর বাড়ি থেকে নাস্তা পাঠায় স্বজনদের জন্য। ওই নাস্তা সাইফুলকে খাওয়ানোয় মা নুরজাহানের (৫৫) সাথে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইফুল মাকে বটি দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে বড় ভাইয়ের স্ত্রী নুরুন্নাহার বেগম পুষ্প (৪৫) এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে সাইফুল।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা ঘাতক সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহতের বড় ছেলে আবদুল আজিজ বাদি হয়ে মামলা দায়ের করেন।
নাঙ্গলকোট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতককে বটি দা আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
Last Updated on February 9, 2021 5:05 pm by প্রতি সময়