বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিচার ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা ও নির্ভরতা বাড়ছে : জেলা ও দায়রা জজ বুড়িচংয়ে ১৬শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ১৫ কি. মি. যানজট -স্নান উৎসবে যাওয়ার পথে যানজটে আটকা পড়া একটি গ্রুপের দুপুরের রান্না মহাসড়কের পাশে সমাজের সুবিধাবঞ্চিতরা পেল কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের খাদ্য সামগ্রী ‘সুখবর’ শব্দদূষণে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়াবাসী কুমিল্লা বিসিকে আজাদ ফুডকে দেড় লাখ টাকা জরিমানা কুমিল্লার দুই প্রাইভেট হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা সৌদিতে বাস দুর্ঘটনা : ১২ দিনের কোম্পানির ছুটি পেয়ে লাশ হয়ে বাড়ি ফিরবে মুরাদনগরের মামুন মিয়া এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ  সৌদিতে ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহতদের দুইজনের বাড়ি কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে নবীন-প্রবীন নাট্যকর্মী ও বিশিষ্টজনদের মিলনমেলা কুমিল্লার নিমসার বাজারের ইজারা পেলেন  জামাল হোসেন  বুড়িচংয়ে মসজিদের ইমামের আলোচনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষক সমিতির মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে হবে : এমপি আবুল হাশেম খান কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে একজনের ফাঁসি কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শ্যালক-দুলাভাই আটক কুমিল্লা সদরের আমড়াতলীতে সিএনজি অটোরিকশায় মিলেছে ৯৮৫ বোতল ফেন্সিডিল বুড়িচংয়ে চাঁদা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

কুমিল্লায় মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে মামলা, অভিযুক্ত গ্রেফতার

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১১৬ দেখা হয়েছে
# প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচংয়ে এক বীর মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণচেষ্টা ও প্রকাশ্যে ধর্ষণের হুমকির অভিযোগে মো. মাহমুদুল হাসান টিটু (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত মাহমুদুল হাসান টিটুকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

আদালতে করা মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত মাহমুদুল হাসান টিটু প্রায় ওই নারীকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন। সবশেষ ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই নারীর বাড়িতে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারীর চিৎকারে বেশ কয়েকজন এগিয়ে আসেন। পরে অভিযুক্ত টিটু তাকে জখম করে পালিয়ে যান। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ঘটনার পর গত ১৯ ফেব্রুয়ারি আদালতের শরণাপন্ন হন ওই নারী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন তিনি। আদালতের নির্দেশে বর্তমানে মামলাটি তদন্ত করছেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস আই) বিনোদ।

মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এস আই বিনোদ জানান, মামলার তদন্ত চলছে। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে, কয়েকজন বাকি আছে। সাক্ষ্য নেয়া শেষ হলে আদালতে চার্জশিট দেয়া হবে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, ‘আসামি মাহমুদুল হাসান টিটুকে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।’

মঙ্গলবার ভুক্তভোগী ওই নারী জানান, ‘আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে টিটু আমাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেন। পরবর্তী সময়ে আমার বাড়িতে প্রবেশ করে যৌন নির্যাতনের চেষ্টা করেন। আমি মুক্তিযোদ্ধা কমান্ডারের মেয়ে হয়েও বর্তমানে নিরুপায়। দেয়ালে পিঠ ঠেকে গেছে। মান-সম্মান শেষ হয়ে গেছে। এছাড়া আমার স্বামীর বিরুদ্ধে পাঁচটি ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছেন টিটু।’

ভুক্তভোগী ওই নারীর স্বামী জানান, পারিবারিক বিরোধের জেরে তাদেরকে প্রায়ই হয়রানি করা হচ্ছে। বিশেষ করে তার স্ত্রী ও মেয়েকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অভিযুক্ত টিটুর পক্ষে স্থানীয় প্রভাবশালী এক নেতা কাজ করতে পারেন বলে জানান তিনি। তার বিরুদ্ধে পাঁচটি মিথ্যা মামলা হলেও টিটুর বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ আমলে নেয় না। নিরুপায় হয়ে এবার আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান তিনি।

এদিকে, ঘটনার বেশ কয়েকটি ভিডিও ধারণ করেন নির্যাতনের শিকার ওই নারীর মেয়ে। ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী ওই নারীকে অভিযুক্ত টিটু প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করছেন। এক পর্যায়ে ওই নারীকে ধর্ষণের হুমকি দেন। এসময় উপস্থিত অনেকে টিটুকে শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে ভুক্তভোগী নারীর মেয়েকে বলতে শোনা যায়, ‘এর আগেও আপনি আমার মাকে গালিগালাজ করেছেন। গায়ে হাত তুলেছেন। নির্যাতন করেছেন।’

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 16, 2021 9:39 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102