র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দলের অভিযানে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ২১হাজার ৩৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। তারা কাভার্ডভ্যানে লুকিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার পথে ইয়াবা নিয়ে যাচ্ছিল।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে র্যাব কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেসরিলিজে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সোমবার (২৪ আগস্ট) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুড প্যালেসের সামনে চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রাম হতে ঢাকাগামী সন্ধিগ্ধ একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালায়।
এসময় ওই যানবাহনে লুকিয়ে রাখা ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। ইয়াবা পাচারের অভিযোগে ও এধরণের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে ফরিদপুর জেলার মধুখালী থানার ব্রাহ্মণকান্দা গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা (২৬), ফরিদপুর জেলার মধুখালী থানার হাটঘাটা গ্রামের মোঃ দুলাল খাঁন এর ছেলে মোঃ শাকিল খাঁনকে (১৯) গ্রেফতার করা হয়।
এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে র্যাব জানতে পারে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহে কাজে জড়িত আছে। আসামিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 24, 2020 12:18 pm by প্রতি সময়