ইয়াবা ট্যাবলেট ও বিয়ারসহ গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ি; র্যাব কার্যালয় থেকে পাঠানো ছবি।।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল মাদকবিরোধি পৃথক দুইটি অভিযান চালিয়ে ৪ হাজার ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিয়ারসহ মোট পাঁচ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
সোমবার (১০আগষ্ট) ওই দুইটি অভিযানের পর মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেলে র্যাব কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেসরিলিজে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সকাল বেলায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রাম হতে ঢাকাগামী সন্ধিগ্ধ একটি ট্রাক তল্লাশী করে গাড়ীর বনেটের ভেতর রক্ষিত ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ী গ্রামের মোঃ রাশেদ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩৬) কে গ্রেফতার করা হয়।
এদিকে সোমবার রাতে কুমিল্লা নগরীর ডিগাম্বরীতলা এলাকায় অভিযান চালিয়ে এল.আর এপেক্স টাওয়ার নামে একটি নির্মানাধীন ভবনে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার কোতয়ালি থানার পুরাতন মৌলভীপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ শহিদুজ্জামান সজীব (২৮), কোতয়ালি থানার কাপ্তান বাজার আদালতপাড়া গ্রামের মোঃ জহিরুল হকের ছেলে মোঃ জুবায়েরুল হক নিপু (৩১) কোতয়ালি থানার বজ্রপুর সার্কুলার রোডের মৃত আঃ জলিলের ছেলে মোঃ শাকিল বিন জলিল (৩০) এবং বুড়িচং থানার জিয়াপুর গ্রামের মৃত আঃ জলিল ভুইয়ার ছেলে মোঃ আবুল হোসেন ভুইয়া (৩৮)। তাদের নিকট হতে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ ক্যান বিয়ার, মাদক বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে গ্রেফতারকৃত চার মাদক ব্যবসায়িকে ছাড়িয়ে নেওয়ার জন্য কুমিল্লা র্যাব কার্যালয়ে এসে উৎকোচ প্রদানের চেষ্টাকালে উৎকোচের দুই লাখ দুই হাজার টাকাসহ ৬জনকে আটক করে র্যাব।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 11, 2020 12:36 pm by প্রতি সময়