কাভার্ডভ্যানের চালকের সিটের নিচ থেকে ৯ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কুমিল্লা র্যাব। এঘটনায় জড়িত নারায়নগঞ্জের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ১৪ জুলাই ভোরে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মিনি কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের নিচে লুকিয়ে ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে পাঠানো প্রেসরিলিজে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক খন্দকার সাইফুল আলম জানান,কাভার্ডভ্যানে লুকিয়ে ইয়াবা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে আমাদের একটি আভিযানিক টিম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ইজদার বাজার গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ ইরাক হোসেন ওরফে রনি (৩৫) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ শামীম মিয়া (২৫) কে আটক করে গাড়িটি তল্লাশি চালিয়ে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রনি ও শামীম জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে দুইজনে মিলে দেশের বিভিন্ন স্থানে ইয়াবাট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক খন্দকার সাইফুল আলম আরও জানান, র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Last Updated on July 14, 2020 7:54 am by প্রতি সময়