-৮ দিনে প্রাণ গেল ৩৬ জনের" /> কুমিল্লায় লাগামহীনভাবে বাড়ছে করোনায় মৃুত্য ও শনাক্তের সংখ্যা – প্রতিসময়
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল

কুমিল্লায় লাগামহীনভাবে বাড়ছে করোনায় মৃুত্য ও শনাক্তের সংখ্যা -৮ দিনে প্রাণ গেল ৩৬ জনের

সাদিক মামুন
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৭৯ দেখা হয়েছে
# ফাইলফটো

ভারতীয় সীমান্তবর্তী জেলা কুমিল্লায় লাগামহীনভাবে বাড়ছে করোনায় মৃুত্য ও শনাক্তের সংখ্যা। জেলা সিভিল সার্জন অফিসের তথ্যে গেলো ৮ দিনে কুমিল্লায় করোনায় আক্রান্ত ৩৬ জন মারা গেছেন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ দেওয়া তথ্যে দেখা গেছে, গত ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত করোনা পজিটিভের মোট ৩৬জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে বৃহস্পতিবার (১জুলাই) ৫ জন, শুক্রবার (২ জুলাই) ২ জন, শনিবার (৩ জুলাই) ২ জন, রবিবার (৪জুলাই) ৩ জন, সোমবার (৫ জুলাই) ৪ জন, মঙ্গলবার (৬ জুলাই) ৭ জন, বুধবার (৭ জুলাই) ৭ জন এবং বৃহস্পতিবার (৮ জুলাই) ৬ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সীমান্তবর্তী এবং ৬০ লাখেরও বেশি জনসংখ্যা অধ্যুষিত কুমিল্লায় করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) দুইটির করোনা ইউনিটে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। সেখানে স্বল্পতা দেখা দিয়েছে অক্সিজেনের। আইসিইউতে নেই শয্যা খালি। হাসপাতালের করোনা ইউনিটে বেড রয়েছে সর্বমোট ১৩৬টি। এর মধ্যে ২০টি আইসিইউ বেড এবং ১০টি এইচডিইউ বেড রয়েছে। এসব বেডের কোনোটিই খালি নেই, সবগুলোতেই রয়েছে রোগী। করোনা ইউনিটে জায়গা না পেয়ে রোগীরা বারান্দায় এবং মেঝেতে অবস্থান করছেন। এ হাসপাতালের করোনা ইউনিটে কুমিল্লার ১৭ উপজেলা ছাড়াও ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে করোনা আক্রান্ত রোগী আসছে চিকিৎসার জন্য।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রেজাউল করিম বৃস্পতিবার জানান, গত ২৪ ঘণ্টায় কুমেক করোনা ইউনিটে করোনা আক্রান্ত ছিলেন ১৪৯ জন। এছাড়া উপসর্গ নিয়েও ভর্তি আছেন অনেকে। এর মধ্যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম থেকে হাই ফ্লো অক্সিজেন পাচ্ছেন ১৩৫ জন। বাকিদের সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন দিগন্ত বলেন, কুমিল্লার করোনা পরিস্থিতি ভালো না। দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ‘ব্যাক আপ’ হিসেবে প্রস্তুত করছি। যাদের অতিরিক্ত প্রেশারের অক্সিজেন না লাগবে তাদের স্ব-স্ব উপজেলায়ই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। মানুষ যদি এমন ভয়নক পরিস্থিতিতেও সচেতন না হয়, তাহলে কিছুই করা যাবে না। করোনা মোকাবিলায় সকলকে আরও সচেতন হতে হবে। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on July 8, 2021 8:08 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102