কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১শ’ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।বুধবার মধ্যরাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এস আই শাহিন কাদিরসহ ডিবি পুলিশের একটি দল বুধবার মধ্যরাতে কুমিল্লার সদর দক্ষিন উপজেলার বিরাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন- সদর দক্ষিন উপজেলার কমলপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র আব্দুল ওদুদ (৫০), জগতপুর গ্রামের আবুল কাশেমের পুত্র মোহাম্মদ রিপন (২৭)।
আটককৃতদের বিরুদ্ধে সদর দক্ষিন থানায় মাদক আইনে মামলা হয়েছে।আজ বুধবার (২১ এপ্রিল) কুমিল্লা আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Last Updated on April 21, 2021 10:55 pm by প্রতি সময়