বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানুষের কল্যাণে রাজনীতিই আমাদের অন্যতম লক্ষ্য : আবদুল্লাহ মো. তাহের গবেষণা কর্মকর্তা পদে একই কার্যালয়ে ১০ বছর বহাল তবিয়তে চান্দিনায় দুই এনজিও কর্মীকে নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায় আদালতে হাজিরা দিতে এসে ক্ষুব্ধ আইনজীবীদের কিল ঘুষির শিকার কুমিল্লা বারের সাবেক সেক্রেটারি  ঈমান ও আক্বিদা পরিশুদ্ধ না হলে কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না : রাজাপুরা পীর ছাহেব ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে কুমিল্লা ট্রমা হাসপাতাল ভাংচুর কুমিল্লায় গণঅধিকার পরিষদের ইফতার ও আলোচনা সভা মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয় : আজকের জীবন সম্পাদক  কমডেকায় অংশগ্রহণকারী কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের মাঝে সনদ বিতরণ প্রশাসনের নজরদারিতেও কুমিল্লায় দৌরাত্ম্য থামছে না ফসলি জমির মাটি খেকোদের  ইনশাআল্লাহ মুরাদনগর থেকে আবারো এমপি হবেন কায়কোবাদ : ইফতার মাহফিলে বক্তারা  মুরাদনগরে কৃষকের মুখে সূর্যমুখীর হাসি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত

কুমিল্লায় শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব মাটিতে মিশিয়েছে ছাত্র-জনতা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ দেখা হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে চব্বিশের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও স্বৈরাচারী শেখ হাসিনার ভারতে পলায়নের পর বিপ্লবী ছাত্র-জনতা সারাদেশে আওয়ামী লীগের ডাকসাইটের নেতাদের বাড়ি, দলটির কার্যালয় এবং ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুরের পাশাপাশি শেখ মুজিবুর রহমানের ম্যুরালগুলো কালোরংয়ে আবৃত করা হয়, কোথাও কোথাও হাতুড়ির আঁচরে বিকৃত করা হয়। গেলো ৬ মাস ম্যুরালগুলো এ অবস্থায়ই পড়ে ছিল।

কিন্তু বুধবার (৫ ফেব্রুয়ারি) শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সারাদেশে বুলডোজার কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো কুমিল্লার যেসব স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অস্তিত্ব ছিল, এটিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। কেবল শেখ মুজিবের ম্যুরালই নয়, কুমিল্লায় আওয়ামী লীগের দলীয় স্থাপনা ও দলটির নেতাদের বাড়িঘরেও ভাংচুর অগ্নিসংযোগ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে মিছিল নিয়ে প্রবেশ করে ছাত্র-জনতা। এসময় বুলডোজার দিয়ে আদালতের ভেতরের সামনের অংশে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। ম্যুরাল ভাঙার সময় ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দেয় ও উল্লাসে মেতে ওঠে। এর আগে কুমিল্লা নগর উদ্যানের সামনে রং-কালিতে বিকৃত করা শেখ মুজিবের ম্যুরালটিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কুমিল্লার যেখানেই শেখ মুজিবের ম্যুরালের অস্তিত্ব ছিল, একটি থেকে আরেকটিতে বুলডোজারের থাবা ফেলেছে ছাত্র-জনতা। শেখ মুজিবের ম্যুরালের শেষ চিন্হটুকু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

 

এরআগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর রামঘাট এলাকায় অবস্থিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলেন। এরপর রাত ১টার দিকে কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ি এলাকায় সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করে বিক্ষুব্ধরা। পরে তালা ভেঙে অনেকে ভেতরে ঢোকেন। অনেকে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর চালায় তারা। পরে পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও কুমিল্লা নগরীর বেশ কয়েকজন ডাকসাইটের আওয়ামী লীঘ নেতার বাড়িতেও ভাংচুর
ও আগুন দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান জানান, স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালানোর পরও কখনও ভিডিও বার্তা, কখনও অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। ফ্যাসিস্ট হাসিনার এসব অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। তাই বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার কর্মসূচি পালন করছে।

Last Updated on February 6, 2025 7:35 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102