কুমিল্লায় গত সাড়ে ৭ মাসে বিভিন্ন অপরাধে ৮ হাজার ১১২ আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লাবাসিকে আইনসঙ্গত সেবা প্রদানের নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবে গত সাড়ে ৭ মাসে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত আট হাজারের বেশি আসামিকে গ্রেফতার করে আইনের হাতে সোর্পদ করা হয়েছে। অপরাধিদের সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।
এদিকে জেলা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত পুলিশ জেলাজুড়ে অভিযান পরিচালনা করে মাদক, নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ হাজার ১১২ আসামি গ্রেফতার করে।
এর মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ হাজার ৯৫৩ জন, নিয়মিত মামলায় ২ হাজার ৫৮৫ জন, মাদক মামলায় ২ হাজার ৪০৩ জন ও অন্যান্য মামলায় ১৭১ জন রয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 22, 2021 9:32 pm by প্রতি সময়