মহান মে দিবস উপলক্ষে ইফতার সামগ্রী নিয়ে অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াল সামাজিক সাংস্কৃতিক সংগঠন সূর্য শিখা। শনিবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে প্রায় দেড়শ অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয় ইফতার সামগ্রী।
চলছে মাহে রমজান। সংসারের খাবার জোগাতে অসহায় নিম্নআয়ের অনেকেরই বাড়িতে গিয়ে ইফতার করার সুযোগ হয়ে ওঠে না। তাদের জন্য সূর্যশিখার এ বিশেষ উদ্যোগ। সারা দিন রোজা রাখার পর ইফতারের আগ মুহূর্তে সূর্যশিখার ইফতার সামগ্রী পেয়ে খুশি দরিদ্র শ্রমজীবী ও অসহায় মানুষেরা।
সূর্যশিখা সাংষ্কৃতিক, সামাজিক ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা রেহানা রহমান বলেন, আজকে ইফতার বিতরণের এ দৃশ্য আমাদের সংগঠনের সকল সদস্যের জীবনের অন্যতম আনন্দের এক মুহূর্ত মনে হয়েছে। কারণ এসব মানুষ ইফতার পেয়ে যে খুশি হয়েছেন তা দেখে আমাদের মন ভরে গেছে। সংস্কৃতি চর্চার পাশাপাশি সামাজিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে সূর্যশিখা সংগঠনের পক্ষ থেকে অসহায় নিম্নআয়ের মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যহত থাকবে।
এ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন- সূর্যশিখা সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, সাংস্কৃতিক পরিচালক, মিথিলা মজুমদার, নাসিমা বেগম, রোকসানা ইসলাম দুলালী, আইরিন সুলতানা বিথী, ফখরুল ইসলাম নাজমুল, দেলোয়ার হোসেন।
এতে সম্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুর রহমান হিরা। মিডিয়া পার্টনার ছিলেন কুমিল্লার বি-মিডিয়া বিল্লাল হোসেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on May 1, 2021 11:32 pm by প্রতি সময়