শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় জেলের জালে ভয়ংকর সাকার মাছ কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও দেশিয় অস্ত্রসহ সাতজন গ্রেফতার কুমিল্লার বুড়িচংয়ে সমাজের সুবিধা বঞ্চিতরা পেলো মিথলমা সমাজ কল্যাণ ট্রাস্টের ইফতার সামগ্রী কুমিল্লার দাউদকান্দিতে তিশা বাসের চাপায় অটো রিকশার দুই যাত্রী নিহত ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অনুশীলন ও অধ্যাবসায়ে গুরুত্ব দিয়ে জীবন গড়ে তুলতে হবে : দি অপটিমিষ্টস্ বাংলাদেশ’র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে : আবুল হাসেম খান এমপি কুমিল্লার বুড়িচংয়ে ৯৯ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দাউদকান্দিতে ১৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর মুন্সিগঞ্জে বেওয়ারিশ তালিকার লাশটি কুমিল্লার মুরাদনগরের প্রকৌশলী ইমতিয়াজের কুমিল্লার ছয় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর মুরাদনগরে বিশ্ব পানি দিবসে আলোচনা ও র‍্যালী অনুষ্ঠিত আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই : মুরাদনগরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন  মুরাদনগরে চতুর্থ দফায় ভূমিহীন ১১৫ পরিবার পাবে নতুন ঘর সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক : আবুল হাসেম খান এমপি দাউদকান্দিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হোমনায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন 

১১৬তম জন্মবার্ষিকীতে উপমহাদেশের সঙ্গীত জগতের হিরন্ময় নৃপতি শচীন দেব বর্মনকে স্মরণ

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১২৩ দেখা হয়েছে

আজ ১ অক্টোবর। উপমহাদেশের সঙ্গীত জগতের হিরন্ময় নৃপতি শচীন দেব বর্মনের ১১৬তম জন্মবার্ষিকী। কুমিল্লা নগরীর চর্থার রাজবাড়িতে ১৯০৬ সালের ১ অক্টোবর ত্রিপুরারর রাজ পরিবারে শচীন দেব বর্মন জন্মগ্রহণ করেন। প্রায় ৯০ বছর এই বাড়িটিতে সুরের কলতান বন্ধ থাকার পর কুমিল্লা-৬ আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের আন্তরিক প্রচেষ্টায় ২০১৫ সালে সংস্কৃতি মন্ত্রনালয় বাড়িটি সংস্কার ও উন্নয়নে এগিয়ে আসে। এ পদক্ষেপের পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শচীন দেব বর্মনের পৈত্রিক রাজবাড়িটির সংস্কার ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। দীর্ঘ নব্বই বছর পর  ২০১৫ সালের জুনে শচীন কর্তার বাড়িতে বেঁজে ওঠে সুরের মুর্ছনা। আর কালজয়ী গানের কিংবদন্তী সুরশ্রষ্ট্রা শচীন দেব বর্মনের জন্মগ্রহণ করা রাজবাড়িটি আবারো ইতিহাসের নতুন অধ্যায়ের সঙ্গে যুক্ত হয়। এটি সংস্কার ও উন্নয়নের মধ্যদিয়ে কুমিল্লার সংস্কৃতি প্রেমিরাও নবরূপে জেগে ওঠে।

 

আজ শনিবার (১ অক্টোবর) কিংবদন্তী গীতিকার ও সুরকার মনীষী শচীন দেব বর্মনের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে নগরীর চর্থার রাজবাড়িতেশচীন দেবের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানায় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, সংলাপ-কুমিল্লার সভাপতি শাহজাহান চৌধুরী, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদসহ কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রসঙ্গত, কুমিল্লা নগরীর চর্থার রাজবাড়িতে ১৯০৬ সালের ১ অক্টোবর ত্রিপুরারর রাজ পরিবারে শচীন দেব বর্মন জন্মগ্রহণ করেন। তাঁর পিতা যুবরাজ নবদ্বীপ চন্দ্র বর্মন ছিলেন প্রখ্যাত সেতার বাদক ও ধ্রুপদি সঙ্গীত শিল্পী। ছোটবেলায় পিতার কাছেই ক্লাসিক্যাল সঙ্গীত শিক্ষা নেন। লেখা পড়া করেছেন কুমিল্লার ইউসুফ হাইস্কুল, ভিক্টোরিয়া কলেজে। লোক সঙ্গীতে তাঁর সংগ্রহ ছিল অসামান্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইসলাম ১৯২১ থেকে ১৯২৩ সালের বেশিরভাগ সময় শচীন দেব বর্মনের সাথে চর্থার রাজবাড়িতে গানের আসরে মিলিত হতেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জন্মভূমির স্বাধীনতার জন্য তিনি ব্যাকুল হয়ে গেয়েছেন-‘আমি তাকে দুম তাক দুম বাজাই বাংলাদেশের ঢোল-সব ভুলে যাই তাও ভুলিনা বাংলা মায়ের কোল’..। উপমহাদেশে সঙ্গীত ভুবনে শচীন দেব বর্মন প্রবাদ পুরুষ। কুমিল্লার আলো বাতাসে বেড়ে ওঠা এ সঙ্গীতজ্ঞ ১৯২৪ খ্রীষ্টাব্দের শেষের দিকে কলকাতা চলে যান। এর পর থেকে চর্থার রাজবাড়িটিতে সুরের কলতান থেমে যায়। ১৯৫০ সালের দিকে বাড়িটি পরিত্যক্ত হয়। এখানে গড়ে ওঠে গবাদি পশু পালন ও হাস-মুরগীর খামার।

 

কুমিল্লার সংস্কৃতিপ্রেমিরা বাড়িটি সংস্কার ও উন্নয়ন করে সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার দাবী তুলে। ২০১৫ সালে এ দাবী আলোর মুখ দেখে কুমিল্লার গণমানুষের নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির আন্তরিক প্রচেষ্টায়। ২০১৮ সাল থেকে চর্থার এই রাজবাড়িটিতে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে শচীন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

Last Updated on October 1, 2022 7:38 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102