ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় ১৮২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব।মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকায় র্যাবের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবাসহ আলী হায়দার নিরব (১৯) নামের এ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা, উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুমিল্লা শহরের পূর্বপ্রান্তে বালুতুপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় মো. আলী হায়দার নিরব (১৯) নামের মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। সে বালুতুপা এলাকার নাসির ওসমানের ছেলে। র্যাব নিরবের কাছ থেকে ১৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি নিরবকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Last Updated on January 13, 2021 9:27 pm by প্রতি সময়