স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের প্রত্যাশায়… এ স্লোগানকে সামনে রেখে সাফল্যের পথে এগিয়ে চলা কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাসিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মুজিবুর রহমান, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন।
অনুষ্ঠানে কুমিল্লা আইডিয়াল কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তি হওয়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে ফেব্রিুয়ারি মাসের মাসিক তথ্য সাময়িকী (বাংলাদেশ ও আন্তর্জাতিক) প্রদান করা হয়।
এছাড়াও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে প্রখ্যাত লেখকদের বই প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আদনান ছাত্তার মজুমদার, ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক ইমরান হোসাইন, প্রভাষক হাসান ভূইয়া, জাবেদ হোসাইন, মনির হোসেন প্রমুখ
Last Updated on March 13, 2023 9:54 pm by প্রতি সময়