শিক্ষা মন্ত্রনালয় ও কুমিল্লা শিক্ষাবোর্ড অনুমোদিত কুমিল্লা আইডিয়াল কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাধারন জ্ঞানের বই বিতরণ করা হয়েছে। রোববার বই বিতরণের আগে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন।
তিনি বলেন, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভতি পরীক্ষা, পড়ালেখা শেষে চাকরী প্রাপ্তী পরীক্ষা দিতে হলে সাধারণ জ্ঞান সম্পর্কে প্রচুর জ্ঞান রাখা দরকার হয়ে পরে। পাঠ্যবইয়ের লেখাপড়ার পাশাপাশি সাধারন জ্ঞান বই পড়লে নতুন অনেক অজানা তথ্য জানা যায়।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন আরো বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত,সমৃদ্ধ দেশে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। প্রতিযোগিতার যুগে টিকে থাকার জন্য যোগ্য নাগরিক হিসাবে নিজেদেরকে গড়তে হবে।
কলেজের রসায়ন বিষয়ের প্রভাষক জাবেদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক ইমতিয়াজ মজুমদার।
বই বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন, বাংলা বিভাগের প্রভাষক মো: নাজমুল হোসাইন খান, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক সুনীল চন্দ্র দাস।
Last Updated on January 29, 2024 12:45 pm by প্রতি সময়