কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেছেন লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়ম শৃঙ্খলাও মেনে চলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। মাদক ও মিথ্যা থেকে দুরে থাকতে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বই ও পত্রপত্রিকা পড়তে হবে।
রোববার (১১ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে বক্তারা এসব কথা বলেন।
কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী সাবেক গভর্নর শিক্ষানুরাগী দিলনাশিঁ মোহসেন, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ্ মো. আলমগীর খান, ইস্টার্ন দোকান মালিক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল আলম ভূইয়া।
কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, বাংলা বিভাগের প্রভাষক নাজমুল হোসাইন খান, কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক অনন্যা ব্যানার্জি।
অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, গীতা পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের পর বক্তব্য রাখেন ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী হাসান আল মাটি, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রোবায়েত জামান জেরিন, সানজিদা স্বরনী, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী সিফাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রভাষক হাসান ভূইয়া, মনির হোসেন, জাবেদ হোসেন, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, সুনীল চন্দ্র দাস, শারমিন আক্তার, নাহিন আক্তার, কুমিল্লা আইডিয়াল কলেজ সাংস্কৃতিক সংগঠন রঙিন ঘুড়ির সভাপতি প্রমিত রায়।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Last Updated on August 11, 2024 4:13 pm by প্রতি সময়