কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের নির্বাচিতরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (৩১ মার্চ) জেলা আইনজীবী সমিতির হলরুমে অতিরিক্ত বিশেষ সাধারণ সভা করে দায়িত্ব হস্তান্তর করে আগের কমিটি।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি এডভোকেট আহসান উল্লাহ খন্দকার। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদায়ী কমিটির সহ সাধারন সম্পাদক এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী।
অনুষ্ঠানে আগের কমিটির সদস্যরা নতুন কমিটির নির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনির্বাচিতদের পরিচিত করানোর মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পন করা হয়।
দায়িত্বভার গ্রহণ করা নতুন কমিটির নির্বাচিতরা হলেন- সভাপতি এডভোকেট মো. মোস্তাফিজুর রহমান লিটন, সাধারন সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, সিনিয়র সহসভাপতি এডভোকেট মো. মজিবুর রহমান বাহার, সহসভাপতি এডভোকেট মো মাহাবুব আলী, সহসাধারন সম্পাদক এডভোকেট মো. জাকির হোসেন, ট্রেজারার এডভোকেট কাজী মফিজুল ইসলাম, লাইব্রেরী সেক্রেটারী এডভোকেট ফয়েজ আহমেদ, এনরোমেন্ট সেক্রেটারী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী, আইটি সেক্রেটারী মোঃ মহসিন ভূইয়া, রিক্রিয়েশন সেক্রেটারী আছিয়া মাহজাবিন খান নিশু, নির্বাহী সদস্য- এডভোকেট কামরুন নাহার, এডভোকেট মো. মাহবুবুল আলম রিমন, এডভোকেট মো. আবু জাফর, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, গত ৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ২০২৪-২৫ সেশনের ম্যানেজিং কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১৫ পদের ১০টিতে জয় পেয়েছেনআওয়ামী লীগ সমর্থিত সাদা দলের লিটন-জাকির প্যানেল। বাকি ৫টিতে জয়ী হয়েছেন প্রতিপক্ষ নীল দলের বিএনপি-জামায়াত সমর্থিত কামরুল-মিজান প্যানেলের প্রার্থীরা।
Last Updated on April 1, 2024 4:39 am by প্রতি সময়