কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানিয়েছেন শাহপুর দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা মাহবুব ইলাহ আল ক্বাদেরী।
রোববার দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় রোটারি ক্লাব অব গোমতীর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দরবার শরীফের সভাপতি জানান, গত ২৬ অক্টোবর শাহপুর দরবার শরীফে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে বয়ান শেষ করে সঙ্গীদের নিয়ে মাইক্রোবাসযোগে মুফতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাড়ি ফেরার পথে রাত সোয়া ১১ দিকে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকায় পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন।হামলাকারীরা মুফতি গোলাম মোস্তফা ও তার দুই সফরসঙ্গীকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার পরদিন মুফতি গোলাম মোস্তফা কোতোয়ালি থানায় হামলাকারীদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। কিন্তু দশ দিনেও পুলিশ অভিযোগটি মামলা আকারে গ্রহণ ও হামলাকারীদের গ্রেফতার করছেন না।
সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহপুর দরবার শরীফের সভাপতি মাহবুব ইলাহ বলেন, ঈদে মিলাদুন্নবীর বিরোধিতাকারীরা মুফতি গোলাম মোস্তফার ওপর এই হামলা চালিয়েছে। শাহপুর দরবার শরীফের মাহফিলে ঈদে মিলাদুন্নবীর পক্ষে বয়ান করেন এবং যারা ঈদে মাজিউন্নবী পালন করে সঠিক নয় বলে তার বয়ানে তুলে ধরেন। এ কারণেই ঈদে মিলাদুন্নবীর বিরোধিতাকারীরা ক্ষিপ্ত হয়ে মুফতি গোলাম মোস্তফার ওপর পরিকল্পিত হামলা চালায়।
সংবাদ সম্মেলনে শাহপুর দরবার শরীফের পক্ষ থেকে ওই হামলার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শাহপুর দরবার শরীফের ভক্ত ও হামলায় আহত মুফতি গোলাম মোস্তফার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
Last Updated on November 5, 2023 6:19 pm by প্রতি সময়