কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির প্রস্তাবিত পূর্ণাঙ্গ তালিকায় দলের ত্যাগী নেতাকর্মীদের না রেখে সেখানে আওয়ামী পরিপন্থী লোকদেরকে স্থান হয়েছে বলে ক্ষোভ প্রকাশ ও অভিযোগ করেছেন তৃণমূলের ত্যাগী নেতারা। তবে এধরণের অভিযোগ নাকচ করে কমিটির সভাপতি বলেছেন, নবীন-প্রবীণের সমন্বয়ে প্রস্তাবিত কমিটি পাঠানো হয়েছে। বিষয়টি দলের হাই কমান্ড দেখবে।
গতবছরের ৯ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। নতুন কমিটিকে সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের নাম কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটির জন্য নামের খসড়া তালিকা এ বছরের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেনের নিকট কমিটি জমা দেওয়া হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ, ক্ষোভ ও পদপ্রত্যাশীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।খসড়া কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের নাম বাদ দিয়ে সেখানে হাইব্রীড আওয়ামী লীগ ও আওয়ামী পরিপন্থীদের রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন গত কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শাজাহান। তিনি অভিযোগ করেন কেন্দ্রে পাঠানো তালিকায় ত্যাগী নেতাদের নাম নেই। আছে বঙ্গবন্ধুর খুনি কর্ণেল রশীদের ফ্রিডম পার্টির নেতাকর্মী ও রাজাকার পুত্রদের নাম।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বিদায়ী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম অভিযোগ করে বলেন, জানতে পেরেছি প্রস্তাবিত নতুন কমিটিতে আমাদের মত ত্যাগী নেতাদের রাখা না হলেও ফ্রিডম পার্টি ও স্বাধীনতা বিরোধীদের সন্তানদের রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জেনেশুনে দলে আওয়ামী পরিপন্থি লোকদের কোন কারনে নিবো। আমরা নবীন-প্রবীণের সমন্বয়ে প্রস্তাবিত কমিটি কেন্দ্রে পাঠিয়েছি। কে রাজাকার আর কে ফ্রিডম পার্টির লোক তা হাইকমান্ড যাচাই বাছাই করেই কমিটি অনুমোদন দিবে।’
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 9, 2020 12:40 pm by প্রতি সময়