এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন এলজিডি কুমিল্লা কার্যালয়ের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এলজিডি কুমিল্লা অফিসের প্রবেশ মুখের পাশে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান প্রকৌশলী।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সালাম মোল্যা, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা হাসান এবং এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী সহ চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী চাঁদপুর, নোয়াখালী জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীগণ।
পরে কুমিল্লা জেলায় এলজিইডির আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলজিইডি কুমিল্লা অফিসের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী।
সভায় এলজিইডি কুমিল্লার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং মোবাইল মেইন্টেনেন্সের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
Last Updated on September 23, 2023 8:14 pm by প্রতি সময়