বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী কারাবন্দী শামীমা নুর পাপিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে আনুষ্ঠানিকতা শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে নেয়া হয় পাপিয়াকে। তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
মঙ্গলবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী থাকার সময় পাপিয়া ও তার অপর সহযোগীর বিরুদ্ধে কারা আইন ভঙ্গ করে শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে নির্যাতন ও টাকা পয়সা লুট করার অভিযোগ উঠে। তারপরই যুবলীগ নেত্রী পাপিয়াকে কাশিমপুর থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
Last Updated on July 4, 2023 3:54 pm by প্রতি সময়