ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৫৬১জন ভোটারের মধ্যে ৪১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বিভিন্ন কারণে ২৭টি ভোট বাতিল হয়ে যায়। শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
কুমিল্লা ক্লাবের কার্যানির্বাহী পরিষদের ১৯টি পদের মধ্যে ১৭টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ১৭টি পদের জন্য ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- সহ সভাপতি পদে আলহাজ¦ অধ্যাপক ফারুক আহমেদ, মো. আমীরুজ্জামান ভূঁইয়া ও মো. জামাল খন্দকার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আহমেদ শোয়েব সোহেল।
সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হোসেন শাকিল, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. আতিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জহিরুল হক, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক শাহীন, কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন সুমন।
কার্যনির্বাহী ৮টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন (প্রাপ্ত ভোট অনুযায়ী সিরিয়াল), মোহাম্মদ নজরুল ইসলাম, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম,মো. মামুনুর রশীদ ভূইয়া,ডা. মো. সফিকুর রহমান, ডা. মো. রাসেল আহমেদ চৌধুরী, মোহাম্মদ জিয়াউল হক লিটু,মো. ফোরকান উদ্দিন হেলাল এবং মো. রেজাউনুর রহমান রেজা।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। নির্বাচন আয়োজন ও তত্ত্বাবধান করেছেন এডহক কমিটির সদস্য ফরহাদ আখতার মো. শাহরিয়ার ও দেলোয়ার হোসেন মানিক।
Last Updated on January 31, 2025 10:46 pm by প্রতি সময়