করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা তরান্বিত করার লক্ষ্যে কুমিল্লা জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আগামী সপ্তাহে খোলা হবে করোনা ইউনিট।হাসপাতালের নতুন ভবনে আইসোলেশন ওয়ার্ড ও সেন্ট্রাল অক্সিজেন সুবিধাসহ ৩০ বেড নিয়ে এই চিকিৎসা কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে তা ১০০ বেডে উন্নীত করা হবে।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে কুমিল্লায় করোনা টিকার দ্বিতীয় ডোজের ১ লাখ ৪১ হাজার টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ তথ্য জানান হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
হাজী বাহার এমপি আরও বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরই সবচেয়ে বেশী সংখ্যক রোগীকে সেবা দিয়ে আসছে কুমিল্লা জেনারেল হাসপাতাল। দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় আমরা করোনা চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পর এ হাসপাতালটিকে প্রস্তুত করেছি। অন্য রোগীদের যাতে চিকিৎসা সেবায় ব্যাঘাত না ঘটে, সেদিক বিবেচনা করেই আমরা সীমিত বেডে করোনা চিকিৎসা কার্যক্রম শুরু করব। পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা হবে।করোনাভাইরাসের এই প্রকোপ কবে শেষ হবে আমরা কেহই জানিনা। তাই করোনা সংক্রমণরোধে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এদিকে কুমিল্লায় করোনা টিকার দ্বিতীয় ডোজের ১ লাখ ৪১ হাজার টিকা বুধবার দুপুরে কুমিল্লায় এসে পৌঁছে। বেলা আড়াইটায় কুমিল্লা সিভিল সার্জন কার্যলয়ের ইপিআই কোল্ড স্টোরে টিকা গ্রহণ করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা.শাহাদাৎ হোসেন, জেলা প্রশাসন কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্টেট মো. আবু সাইদ, জেলা স্বাচিপের সাধারন সম্পাদক ডা.মোরশেদ আলম প্রমুখ।
বৃহস্পতিবার ( ৮ এপ্রিল ) থেকে কুমিল্লায় দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।
ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাৎ হোসেন জানান, কুমিল্লায় প্রথম ডোজের ২ লাখ ৮৮ হাজার টিকার মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার টিকা প্রদান করা হয়েছে। এখনো প্রথম ডোজের প্রায় ৭০ হাজারের উপরে টিকা মওজুত রয়েছে। দ্বিতীয় ডোজ প্রদানের পাশাপাশি যারা এখনও টিকা গ্রহণ করেননি তারা প্রথম ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।
Last Updated on April 7, 2021 10:24 pm by প্রতি সময়