শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নোবিপ্রবির দশ শিক্ষকের গবেষণা প্রকল্প ইউজিসির অনুদান পেল মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনাকে ধারন করে এগিয়ে চলছে দৈনিক আজকের দর্পণ #:কুমিল্লায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কী এবং কেন উসাবের নেতৃত্বে অন্তর ও জাবেদ অস্ত্র গুলিসহ ঠাকুরপাড়া মুরাদপুর ও চর্থার চার যুবক গ্রেফতার শেখ হাসিনার বিচক্ষণ ও সুদক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে : অর্থমন্ত্রী চট্টগ্রামে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে বর্ণাঢ্য জশনে জুলুস # ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন একটি শ্রেষ্ঠ ইবাদত তাল গাছে উঠে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল শ্রমিকের লাকসামে ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন শিক্ষক   দাউদকান্দিতে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় চারজন গ্রেফতার কুমিল্লা নগরীতে বসুন্ধরা ও কিউর ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে চার লাখ টাকা জরিমানা বিদেশি পিস্তলসহ সদর দক্ষিণের বুলেট গ্রেফতার বুড়িচংয়ে অবৈধ গ্যাস সংযোগ ও পাইপলাইন বিছিন্ন চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো মাদরাসা ছাত্রের লাশ হাজিরা দিলেন রিজভী, খালেদা জিয়ার অনুপস্থিতে পেছালো চার্জ গঠনের তারিখ প্রাথমিক শিক্ষাস্তরে শিক্ষকের ভূমিকা অপরিসীম চান্দিনায় কথিত চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড নাঙ্গলকোটে অভিযানের খবর শুনে সড়ক থেকে লাপাত্তা অবৈধ সিএনজি অটোরিকশা বরুড়ার কৃষক সাত্তার হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ২৪ জনের নামে মামলা

কুমিল্লা জেনারেল হাসপাতালে চালু হবে করোনা ইউনিট : এমপি বাহার

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২০০ দেখা হয়েছে
# কুমিল্লা সিভিল সার্জন কার্যলয়ের ইপিআই কোল্ড স্টোরে করোনা টিকার দ্বিতীয় ডোজের ১ লাখ ৪১ হাজার টিকা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপিসহ সংশ্লিষ্টরা।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা তরান্বিত করার লক্ষ্যে কুমিল্লা জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আগামী সপ্তাহে খোলা হবে করোনা ইউনিট।হাসপাতালের নতুন ভবনে আইসোলেশন ওয়ার্ড ও সেন্ট্রাল অক্সিজেন সুবিধাসহ ৩০ বেড নিয়ে এই চিকিৎসা কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে তা ১০০ বেডে উন্নীত করা হবে

বুধবার (৭ এপ্রিল) দুপুরে কুমিল্লায় করোনা টিকার দ্বিতীয় ডোজের ১ লাখ ৪১ হাজার টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ তথ্য জানান হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

হাজী বাহার এমপি আরও বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরই সবচেয়ে বেশী সংখ্যক রোগীকে সেবা দিয়ে আসছে কুমিল্লা জেনারেল হাসপাতাল। দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় আমরা করোনা চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পর এ হাসপাতালটিকে প্রস্তুত করেছি। অন্য রোগীদের যাতে চিকিৎসা সেবায় ব্যাঘাত না ঘটে, সেদিক বিবেচনা করেই আমরা সীমিত বেডে করোনা চিকিৎসা কার্যক্রম শুরু করব। পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা হবে।করোনাভাইরাসের এই প্রকোপ কবে শেষ হবে আমরা কেহই জানিনা। তাই করোনা সংক্রমণরোধে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এদিকে কুমিল্লায় করোনা টিকার দ্বিতীয় ডোজের ১ লাখ ৪১ হাজার টিকা বুধবার দুপুরে কুমিল্লায় এসে পৌঁছে। বেলা আড়াইটায় কুমিল্লা সিভিল সার্জন কার্যলয়ের ইপিআই কোল্ড স্টোরে টিকা গ্রহণ করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা.শাহাদাৎ হোসেন, জেলা প্রশাসন কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্টেট মো. আবু সাইদ, জেলা স্বাচিপের সাধারন সম্পাদক ডা.মোরশেদ আলম প্রমুখ।

বৃহস্পতিবার ( ৮ এপ্রিল ) থেকে কুমিল্লায় দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাৎ হোসেন জানান, কুমিল্লায় প্রথম ডোজের ২ লাখ ৮৮ হাজার টিকার মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার টিকা প্রদান করা হয়েছে। এখনো প্রথম ডোজের প্রায় ৭০ হাজারের উপরে টিকা মওজুত রয়েছে। দ্বিতীয় ডোজ প্রদানের পাশাপাশি যারা এখনও টিকা গ্রহণ করেননি তারা প্রথম ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on April 7, 2021 10:24 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102