# লিটন সভাপতি জাহাঙ্গীর সাধারণ সম্পাদক" />
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সম্বন্বয় পরিষদ মনোনীত সভাপতি পদে সাবেক জেলা পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারন সম্পাদক পদে এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সম্বন্বয় পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের প্যানেল মনোনয়নপত্র জমা দেন।
সম্মিলিত আইনজীবী সম্বন্বয় পরিষদ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া অন্যান্যরা হলেন- সহ সভাপতি পদে এডভোকেট মজিবুর রহমান বাহার ও মাহবুব আলী এবং সহ সাধারণ সম্পাদক পদে এডভোকেট জাকির হোসেন, ট্রেজারার পদে এডভোকেট আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক পদে এডভোকেট ফয়েজ আহাম্মদ, এনরোলমেন্ট সম্পাদক পদে এডভোকেট কৌশিক সরকার, রিক্রিয়েশন সম্পাদক পদে এডভোকেট আছিয়া মাহজামিন খান নিসু, আইটি সম্পাদক পদে এডভোকেট মহসিন ও সদস্য পদে এডভোকেট অপু হাসান, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট মাহবুবুর আলম রিমন, এডভোকেট নিগার সুলতানা, এডভোকেট সঙ্গীতা চক্রবর্তী মনোনয়নপত্র দাখিল করেন।
প্রসঙ্গত, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির (২০২৪-২০২৫) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মার্চ। ভোট গ্রহন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে
Last Updated on February 20, 2024 7:51 pm by প্রতি সময়