শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন : আদালত জুড়ে উৎসব মুখর পরিবেশ

সাদিক মামুন
  • আপডেট টাইম সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৭৩৩ দেখা হয়েছে

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে আদালত প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।নির্বাচনে ১৭ পদের জন্য আওয়ামী লীগের দুইটি ও বিএনপি-জামায়াত সমর্থিত একটি সহ মোট তিনটি প্যানেলে ৫১জন এবং প্যানেলের বাইরে আরও দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।আগামী ১১ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভোট।

সরজমিনে ঘুরে দেখা গেছে, ভোটারদের সঙ্গে যেখানেই দেখা হচ্ছে, সেখানেই ভোট চাচ্ছেন প্রার্থীরা। আইনজীবী সমিতির রুমে রুমে গিয়ে আলাপচারিতার মাধ্যমেও প্রার্থীরা ভোট ও দোয়া চাচ্ছেন। আদালতের বারান্দায় দাঁড়িয়েও ভোট চাচ্ছেন অনেক প্রার্থী। ভোটারদের কদর বাড়ায় তারাও খুশি। আদালতের প্রবেশদ্বারে ও সড়কের দুই পাশে তিন প্যানেলের তোরণ, ব্যানার, ফেষ্টুনে পরিচিতি টানানো রয়েছে।  গোটা আদালত প্রাঙ্গণ জুড়ে বিরাজ করছে নির্বাচনের সাজ সাজ রব।এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও জমে উঠে প্রচারণা। কোন কোন প্রার্থী ভোটার আইনজীবীদের মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে ভোট প্রার্থনা করছেন।

তিন প্যানেলের প্রার্থীদের একই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- ‘আইনজীবী বন্ধুরা যদি ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করেন তাহলে আইনজীবী সমিতির উন্নয়নে ও আইনজীবীদের কল্যাণে সর্বোচ্চ মেধা-শ্রম দিয়ে আমরা কাজ করব।’

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে তরুণ বা নতুন ভোটাররা বড় ফ্যাক্টর বলে মনে করছেন প্রার্থী ও প্রবীন ভোটাররা। প্রথমবারের মতো ভোটার হওয়ায় তারাও পেশাজীবী এ সংগঠনের নেতৃত্ব নির্বাচন নিয়ে নানা হিসাব কষছেন।

১১ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন বিরতি।  এর পর টানা ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা নির্ধারিত সময় পর্যন্ত। ১৭টি পদের মধ্যে সভাপতি ১জন, সহসভাপতি ২জন, সাধারণ সম্পাদক ১জন, সহ-সাধারণ সম্পাদক ১জন, ট্রেজারার ১জন, লাইব্রেরি সেক্রেটারি ১জন, এনরোলম্যান্ট অব অ্যাডভোকেটস্ ক্লার্কস এন্ড ফার্নিচার সেক্রেটারি ১জন, সহ-এনরোলম্যান্ট অব অ্যাডভোকেটস্ ক্লার্কস এন্ড ফার্নিচার সেক্রেটারি ১জন, রিক্রিয়েশান, কালচারাল অ্যাফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ১জন এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটি (সদস্যপদে) ৭জন।

এবারে ২০২১-২০২২ সেশনের জন্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তিন প্যানেল প্রতিদ্বন্ধিতা করছেন।  এর মধ্যে আওয়ামী লীগের দুইটি প্যানেল রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগ পন্থি আইনজীবীদের সিদ্ধান্তক্রমে সম্মিলিতভাবে মনোনীত প্যানেল আহছান-জাহাঙ্গীর পরিষদ। অপরটি হচ্ছে আওয়ামী লীগ পন্থি আইনজীবীদের বিদ্রোহীগ্রুপের সিদ্ধান্তক্রমে ফারুক-মিজান পরিষদ।  আরেকটি হচ্ছে বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের শরীফুল-সহিদ উল্লাহ পরিষদ।

এ ছাড়াও প্যানেলের বাইরে ব্যক্তিগত উদ্যোগে সাধারণ সম্পাদক পদে মোঃ ইসলাম ইবনে সাইখ ও সদস্য পদে সালাউদ্দিন আহমেদ প্রতিদ্বন্ধিতা করছেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেল আহছান-জাহাঙ্গীর পরিষদে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন-সভাপতি:আহছান উল্লাহ খন্দকার, সহ-সভাপতি:মোঃ নুরুল ইসলাম-২, মোঃ শাহ আলম-১, সাধারণ সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক:খন্দকার মারুফ, ট্রেজারার: মোঃ আমির হোসেন খান, লাইব্রেরী সেক্রেটারি: হালিমা বেগম, এনরোলম্যান্ট অব এডভোকেটস এন্ড ফার্ণিচার সেক্রেটারি: নবেন্দু বিকাশ দোলন, সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস এন্ড ফার্ণিচার সেক্রেটারি: তাহমিনা মুজাহিদ, রিক্রিয়েশান কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি: শাহাব উদ্দিন এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য পদে যথাক্রমে: মোঃ কামাল হোসেন (মির্জা কামাল), কৌশিক সরকার, মোহাম্মদ আব্দুল হান্নান,  মোহাম্মদ আবু কাউছার, মোতাহার হোসেন চৌধুরী, মোঃ সাইফুর রহমান ও তাহমিনা বেগম।

এদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের) ফারুক-মিজান পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি:মোঃ গোলাম ফারুক,সহ-সভাপতি:রতন কুমার দাস, শামীমা আক্তার  চৌধুরী, সাধারণ সম্পাদক:মোহাম্মদ নূরুর আবছার মিজান, সহ-সাধারণ সম্পাদক: জাফর উল্লাহ ভূঁইয়া, ট্রেজারার:এ.এস.এম রফিকুল ইসলাম, লাইব্রেরী সেক্রেটারি:মোশারফ হোসেন টিটু, এনরোলম্যান্ট অব এডভোকেটস এন্ড ফার্ণিচার সেক্রেটারি: সেহাবুল ইসলাম দিপু, সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস এন্ড ফার্ণিচার সেক্রেটারি:সুবীর নন্দী বাবু, রিক্রিয়েশান কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি: মোঃ খাইরুল এনাম পটু এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য পদে যথাক্রমে: মোঃ এনামুল হক (কাজল),মোঃ আনোয়ারুল হক, মোঃ জলিল আহমেদ, কাজী ফয়সাল আহাম্মদ খান (উল্লাস),মানিক চন্দ্র ভৌমিক, মোঃ মবিনুল হক ও মকবুল হোসেন।

বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের শরীফুল-সহিদ উল্লাহ পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি:মোঃ শরীফুল ইসলাম, সহ-সভাপতি: আব্দুল বারী, ছিদ্দিকুর রহমান (৩), সাধারণ সম্পাদক:মোঃ সহিদ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক: আল-মাহমুদ সাগর, ট্রেজারা: মোঃ ইফতেখার হোসেন, লাইব্রেরী সেক্রেটারি: মোঃ তারিকুল ইসলাম মজুমদার (তারেক), এনরোলম্যান্ট অব এডভোকেটস এন্ড ফার্ণিচার সেক্রেটারি: আবদুস সবুর, সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস এন্ড ফার্ণিচার সেক্রেটারি: মোঃ সাইফুর রহমান সায়েম, রিক্রিয়েশান কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি: মোঃ মোহাম্মদ বিল্লাল হোসাইন ভূইয়া এবং সদস্যপদে যথাক্রমে: মোঃ একেএম হাছানুল হক, এএসএম সাইফুল ইসলাম, ফারহানা সেলিম, মোঃ মনিবুর রহমান চৌধুরী (মনির),মোঃ নুরুল ইসলাম, মোঃ ছাদেকুর রহমান ও সাহিদা বেগম।

এবারের নির্বাচনে ১ হাজার ৮৩জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে নতুন ভোটার হয়েছেন ১৬০জন। নির্বাচনে সহ-সভাপতি পদে ২টি এবং সদস্য পদে ৭টি ভোট অবশ্যই প্রদান করতে হবে। কম হলে ওই পদের প্রদত্ত ভোট বাতিল বলে গণ্য হবে।  ভোটকক্ষে মোবাইলফোন, ইলেকট্রনিক্স কোন প্রকার ডিভাইস নিয়ে প্রবেশ করা এবং ব্যালটের ছবি তোলা যাবে না।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 8, 2021 1:59 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102