কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে ৫১৭ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৫ জুন) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য ডাক্তার প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর আবু জাফর খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অপর্ণা বৈদ্য, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাইনুদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফাহমিদা জেবিন ও আবৃত্তিকার রুবেল কুদ্দুস।
Last Updated on June 15, 2023 7:30 pm by প্রতি সময়