রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে

কুমিল্লা জেলা পুলিশের অভিযান : পৌনে ৯ কোটি টাকার মাদক উদ্ধার, ১৬১২ আসামী গ্রেফতার

সাদিক মামুন
  • আপডেট টাইম সোমবার, ২১ জুন, ২০২১
  • ১২২ দেখা হয়েছে
# প্রেসব্রিফিংয়ে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ মাদক বিরোধী অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন।

মাদক বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল কুমিল্লা জেলা পুলিশ। চলমান মাদকবিরোধী অভিযানে সাড়ে ৫ মাসে তিন হাজার কেজি (তিন টন) গাঁজা, লক্ষাধিক পিস ইয়াবাসহ প্রায় পৌনে ৯ কোটি অন্যান্য মাদক উদ্ধারের পাশাপাশি দেড় সহস্রাধিক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ জুন) সকাল ১১টায় মাদক বিরোধী অভিযান, মাদক দ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ি গ্রেফতার, জেলায় মাদক প্রবণতা কমিয়ে আনা ও মাদকের বিরুদ্ধে অভিযান বেগবানের কর্মপরিকল্পনা নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ এসব তথ্য তুলে ধরেন।

প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত ৩ হাজার ২৬ কেজি গাঁজা, ১ লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৫২৫ বোতল ফেন্সিডিল, ৩৯৬ লিটার দেশি মদ এবং অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে হুইস্কি, বিয়ার, বিদেশি মদ, ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ কোটি ৭২লাখ ৮৫ হাজার ১শ’ টাকা। সাড়ে ৫ মাসের এই অভিযানে ১৬১২জন মাদকের আসামী গ্রেফতার করেছে জেলা পুলিশ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন- মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আমরা কয়েকটি কর্মকৌশলকে সামনে রেখে কাজ করছি। এর মধ্যে- মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরবিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা, মাদক বিরোধী আন্দোলন ও প্রচার, ইউনিয়নভিত্তিক মাদকমুক্ত কার্যক্রম,মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পন ও পুনর্বাসন, মাদকসেবিদের কাউন্সিলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, মাদক সেবন শূন্যের কোঠায় নামিয়ে আনা, গণমাধ্যমের সহযোগিতা এবং মাদকমুক্ত ঘোষণার পরবর্তী ফলোআপ নির্ণয়।

কুমিল্লা জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, ‘একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে আমরা মাদকের মূলোৎপাটন করার লক্ষ্যে মাদকের উৎস, মাদকের রুট ও মাদকপ্রবণ এলাকাগুলো চিহ্নিতকরণ, মাদক ব্যবসায়িদের হালনাগাদ তালিকা প্রস্তুত, মাদক স্পটগুলো চিহ্নিতকরণ এবং মাদকবিরোধী সংগঠনগুলোর ডাটাবেজ তৈরি করেছি। এধরণের কর্মপরিকল্পনা চলমান মাদক বিরোধী অভিযানকে আরও গতিশীল ও মাদকমুক্ত কুমিল্লা গঠনে বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।

প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

Last Updated on June 21, 2021 3:05 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102