# শিক্ষার্থীদের শিল্পকর্ম নতুন বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের স্বাক্ষী" />
তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ- এ স্লোগানকে সামনে রেখে রক্তাক্ত ৩৬ জুলাই লাল গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারি হাসিনার পতন পর অর্থাৎ বিপ্লবের পরই রাজধানী ঢাকা সহ দেশের প্রতিটি জেলা-উপজেলায় দেয়ালগুলো বিপ্লবী শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বিচিত্র গ্রাফিতিতে তুলে ধরা প্রতিবাদ-বিক্ষোভের বিশাল ক্যানভাসে পরিণত হয়। এসব গ্রাফিতিতে প্রতিফলন ঘটেছে বিপ্লবের চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্খার কথা। রয়েছে বিভিন্ন সৃজনশীল এবং হৃদয়গ্রাহী কবিতা ও স্লোগান। দেয়ালে দেয়ালে তরুণ শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নতুন বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের স্বাক্ষী। যা যুগ যুগ ধরে ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা যোগাবে স্বপ্নের দেশ গড়ার।
রোববার (৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে প্রজন্ম শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক একাডেমি এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে দুইদিন ব্যাপী গ্রাফিতি প্রদর্শনী উপলক্ষে টাউনহল মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাপর্বে বক্তারা এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও শিক্ষানুরাগী আব্দুল হক, ড. রশিদ আহমেদ হোসাইনি, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক তৌফিকুল ইসলাম, সংস্কৃতিজন অ্যাডভোকেট শহিদুল হক স্বপন, সাংবাদিক সাদিক হোসেন মামুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদুল কবির, শিক্ষক ও সংস্কৃতিজন অধ্যাপক মাসুদ মজুমদার,শাহবাগ মঞ্চের কন্ঠশিল্পী মাহাদি মাহি ও অভিনেত্রী মিলি হাসান।
প্রায় ২৫ হাজারেরও বেশি গ্রাফিতিতে কুমিল্লার টাউনহল মাঠ হয়ে ওঠে জুলাই-আগস্ট বিপ্লবের ঐতিহাসিক দেয়াল। ব্যতিক্রমী এই আয়োজন চলবে সোমবার (৪ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত।
প্রজন্ম শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক একাডেমির পরিচালক ও অনুষ্ঠানের সঞ্চালক তুহিন আহাম্মেদ প্রজন্ম জানান, ছাত্র-জনতার সফল অভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসের জঘন্য এক স্বৈরাচারের পতন হয়েছে। বিপ্লবের পর এই প্রজন্মের তরুণরা যা বলতে চেয়েছিল তা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে। যা স্বপ্ন দেখে, তা রংতুলিতে এঁকে দিয়েছে। বাংলাদেশের প্রতিটা দেয়াল যেন প্রাফিতির স্মৃতিসৌধ।
Last Updated on November 3, 2024 9:31 pm by প্রতি সময়