শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

কুমিল্লা টাউন হল আধুনিকায়ন করা হবে : বার্ষিক সাধারণ সভায় আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি

এম এইচ মনির, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৫০ দেখা হয়েছে

ছবি: কুমিল্লা টাউন হলের ১৩২ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি #

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লা টাউন হলের (বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন)পুরাতন ভবন ভেঙ্গে নতুন আঙ্গিকে সম্পূর্ণ আধুনিকায়ন ও বহুতল ভবন নির্মাণ করা হবে।তিনি এপ্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা কর আরও বলেন,কুমিল্লা টাউন হলের ডিজিটাল সার্ভে করা হয়েছে যা কুমিল্লার বিশিষ্টজনদের নিয়ে আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হবে।

কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনের (কুমিল্লা টাউন হল) ১৩২ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি একথা বলেন।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে টাউনহল মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সহ-সভাপতি মিয়া মোঃ গিয়াস উদ্দিন। সভাপরিচালনা করেন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

করোনাভাইরাস সংক্রমণরোধে অনুষ্ঠিত সাধারণ সভায় পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় বিগত সালের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এরপর ঐতিহাসিক এ প্রতিষ্ঠানের সাথে জড়িতদের যারা বিগত বছরে পরলোকগমণ করেছেন তাদের স্মরণ করে শোক প্রস্তাব পাঠ করা করা।বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের  প্রতিবেদন  এবং ২০১৯-২০ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়।

প্রসঙ্গত,শতাব্দী পার হওয়া কুমিল্লা টাউনহল তথা গণপাঠাগারটি ঘিরে রয়েছে ত্রিপুরার মহারাজার ইতিহাস সমৃদ্ধ কাহিনী। তৎকালীন ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মানিক্য কিশোর বাহাদুরের জমিদারি ছিল কুমিল্লাতে।গণপাঠাগারের শৈল্পিক কারুকাজের দ্বিতল বিশিষ্ট ভবনটি মহারাজার কাছারি বাড়ি হিসেবে ব্যবহৃত হতো। ১৮৮৫ সালের দিকে মহারাজা বীরচন্দ্র মানিক্য কিশোর বাহাদুর পাঠাগারের জন্য এভূমি বরাদ্দ দেন। মহারাজার নাম অনুযায়ি পাঠাগারের নামকরণও করা হয়। পাঠাগারটি করার পেছনে পৃষ্ঠপোষকতা ছিল তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট এফএইচবি স্ক্রাইনের। প্রায় ১শ’ ৩৫ বছরের ইতিহাসে বীরচন্দ্র গণপাঠাগার ব্যাপক সমৃদ্ধতা অর্জন করে। যার পেছনে রয়েছে কুমিল্লার বিভিন্ন কৃর্তিমান মানুষের সহযোগিতা।পাঠাগারে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, রাজমালা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, রাজনৈতিক ও ধর্মীয় মনীষীদের রচনাসমগ্র রয়েছে। এখানে  বাংলা ভাষার ২৪ হাজার বই ও ইংরেজি ভাষার ছয় হাজার বই রয়েছে। ৩০ হাজার বই দিয়ে ৬৩টি আলমারি সজ্জিত রয়েছে। এছাড়াও পাঠাগারে শতবর্ষের পুরনো অনেক আসবাবপত্র রয়েছে যা বীরচন্দ্র গণপাঠাগারের স্মৃতি ধরে রেখেছে। এই পাঠাগারে মহাত্মা গান্ধী, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, সঙ্গীতাজ্ঞ শচীন দেব বর্মনসহ আরো অনেক কীর্তিমান ব্যক্তির পদচারণা ঘটেছে।

# দেশবিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

Last Updated on August 30, 2020 4:05 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102