টেলিভিশন মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ হচ্ছে ক্যামেরাপার্সন। যারা জীবন বাজি রেখে রোদ বৃষ্টি ঝড় দুর্যোগ উপেক্ষা করে সংবাদ চিত্র ধারণে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকেন। সারা বাংলাদেশের ন্যায় কুমিল্লাতেও রয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় চিত্র ধারনের দায়িত্বে থাকা ক্যামেরাপার্সনদের সংগঠন।
কুমিল্লায় এই সংগঠনটির নাম কুমিল্লা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন। দীর্ঘদিনের পুরনো এই সংগঠনটির নির্দিষ্ট মেয়াদ শেষে নতুন কমিটি গঠন করে থাকে।
গত রোববার (৫ মার্চ) কুমিল্লা নগরের রাজগঞ্জ এলাকায় মক্কা টাওয়ারের সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে কুমিল্লা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। কর্ম ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে গঠিত নতুন কমিটিতে সভাপতি পদে (এখন টিভির ) আবদুল মমিন,সহ-সভাপতি একাত্তর টিভির ক্যামেরাপার্সন সাইদুর রহমান সোহাগ, সাধারন সম্পাদক একুশে টিভির রাজিব বনিক, সহ-সাধারণ সম্পাদক বিটিভির ক্যামেরাপার্সন মো:ফয়সাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক যমুনা টিভির মো: কামরুল হাসানসহ ১১ সদস্য নির্বাচিত করা হয়।
কুমিল্লা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে এদিন ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, খোকন চৌধুরী, আরিফ মজুমদার , শাকিল মোল্লা, জাহিদুর রহমান সহ আরো অনেকে।
Last Updated on March 7, 2023 9:54 pm by প্রতি সময়