কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (১৪ এপ্রিল) ও বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তিনটি অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক সরবরাহের কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেট কার জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানায়, কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এস আই শাহীন কাদেরসহ একটি আভিযানিক দল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় অভিযান চালায়।
অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাড়ীতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হলো- চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী গ্রামের নূরুল ইসলামের ছেলে আজম (২৬) ও একই এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে জামাল (২৮)।
এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে পৃথক আরেকটি অভিযান চালিয়ে জেলার সদর দক্ষিন থানাধীন সুয়াগাজী চৌমুহনী মোড়ে এম এ হাকিম পেট্রোল পাম্পের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোতালেব (৩৫)। সে সদর দক্ষিন উপজেলার দক্ষিন রাজাপুর এলাকারার হাজী বশির আহমদ মজুমদারের ছেলে।
এদিকে বৃহস্পতিবার পরিচালিত অভিযানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শালুকমুড়া এলাকায় একটি প্রাইভেট কার থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে গাঁজা পাচারের কাজে জড়িত কাউকে এসময় পাওয়া যায়নি। সম্ভবত পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গাঁজা ভর্তি প্রাইভেট কারটি রেখে পালিয়ে যায়।
এসব ঘটনায় মাদক আইনে মামলা মামলা হওয়ার পর আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Last Updated on April 15, 2021 7:48 pm by প্রতি সময়