
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাকারিয়া তাহের সুমন। এছাড়া সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মো. ইউসুফ আলী কাউন্সিলের ফলাফলের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
কাউন্সিলের ফলাফল ঘোষণা করে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে মো. জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিমকে নির্বাচিত ঘোষণা করা হলো।
এর আগে শনিবার বেলা ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। পরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।