কুমিল্লা নগরীর কয়েকটি চালের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর চকবাজার ও মোগলটুলি এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়।
জানা যায়, কুমিল্লার চকবাজার ও মোগলটুলি এলাকার ৬টি পাইকারী চালের দোকান পরিদর্শন করে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আভিযানিক টিম।
এসময় এক মাসের বেশি সময় ধরে চাল মজুদ করা, অতিরিক্ত লাভে চাল বিক্রি করা এবং খুচরা লাইসেন্স নিয়ে পাইকারী ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মের্সাস তানিয়া এন্টারপ্রাইকে ৫০ হাজার টাকা, হাসান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ,লিটন ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মের্সাস ভৌমিক ব্রাদার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট দেবাষীস অধিকারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আদর্শ সদর মো. আনোয়ার হোসেনসহ ফুড ইন্সপেক্টরগণ ।
Last Updated on February 5, 2024 11:29 pm by প্রতি সময়